সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করার দাবিতে আজ রবিবার রাজধানীর শাহবাগে সমাবেশ করবে ৩৫ প্রত্যাশী শিক্ষার্থীরা। সমাবেশটি বেলা ১১টায় শুরু হওয়ার কথা।
এর আগে, গত ১৭ নভেম্বর একটি সংবাদ সম্মেলনে এই বিষয়ে তাদের অবস্থান তুলে ধরেন আন্দোলনকারীরা। সংবাদ সম্মেলনে আন্দোলনের অন্যতম সংগঠক আল আমীন রাজু বলেন, ২০১২ সাল থেকে আমরা এই দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছি। সম্প্রতি সরকার একটি কমিশন গঠন করে, যা ছেলেদের জন্য ৩৫ এবং মেয়েদের জন্য ৩৭ বছর বয়সসীমা সুপারিশ করেছে। কিন্তু সরকার সেটি উপেক্ষা করে ৩২ বছর নির্ধারণ করেছে, যা আমরা প্রত্যাখ্যান করেছি। আমাদের আন্দোলন চলমান রয়েছে, এবং এর ফলে আমরা পুলিশের হামলার শিকারও হয়েছি।
তিনি আরও বলেন, ৩০ নভেম্বরের মধ্যে সরকারি চাকরিতে ছেলেদের জন্য বয়সসীমা ৩৫ এবং মেয়েদের জন্য ৩৭ বছর নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করতে হবে।
আরেক সংগঠক এম এ আলী বলেন, “আগের সরকারের সময় আমাদের নানা ভাবে হেনস্তা করা হয়েছে, কিন্তু আমরা দমে যাইনি। এখনকার সরকারও একই পথে হাঁটছে। তাহলে এই সরকার ও আগের সরকারের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছি। যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয়, তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
আন্দোলনের আরেক সদস্য সঞ্জয় কুমার দাস বলেন, “সরকারি ১২টি ক্যাডারে বয়সসীমা উন্মুক্ত রাখা হয়েছে। আমরা চাই, বাকি ক্যাডারগুলোতেও আবেদন করার বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করা হোক।”