শিরোনাম

সচিবালয়ে আটক শিক্ষার্থীর মধ্যে ২৮ জনের মুক্তি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

রাজধানীর সচিবালয়ে ‘বৈষম্যহীন’ ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ করার সময় ৫৪ জন শিক্ষার্থীকে আটক করে পুলিশ। তাদের মধ্যে ২৮ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, আর বাকিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তালেবুর রহমান জানান, আটক হওয়া ৫৪ জন শিক্ষার্থীর মধ্যে ২৮ জনকে মুচলেকার মাধ্যমে মুক্তি দেওয়া হয়েছে এবং বাকিদের শাহবাগ থানায় মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে।

উল্লেখ্য, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃপ্রকাশের দাবিতে গত বুধবার শতাধিক শিক্ষার্থী পুলিশের বাধা অতিক্রম করে সচিবালয়ে প্রবেশ করে বিক্ষোভ করে।

  • usharbani
  • শিক্ষার্থী
  •