অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সম্প্রতি সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তাওফিক ফাউজান আল-রবিয়াহর কাছ থেকে পবিত্র কাবার গিলাফ উপহার পেয়েছেন। জেদ্দার সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সোমবার (৭ অক্টোবর) ড. আ ফ ম খালিদ হোসেনের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
গত ২৬ সেপ্টেম্বর বাংলাদেশের হজযাত্রীদের খরচ কমানোর উদ্যোগের অংশ হিসেবে তিনি সৌদি আরব সফর করেন। ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়, তাঁর প্রচেষ্টার ফলে সৌদি আরব সমুদ্রপথে বাংলাদেশি হজযাত্রীদের গ্রহণ করতে সম্মত হয়েছে, এবং বাংলাদেশ পরীক্ষামূলকভাবে জাহাজে হজযাত্রী পাঠানোর পরিকল্পনা করছে।
পবিত্র কাবাঘর মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান, যার দিকে ফিরে নামাজ আদায় করা হয়। কাবাঘর গিলাফ দিয়ে আচ্ছাদিত থাকে, যা প্রতি বছর হজের সময় নতুন করে পাল্টানো হয়। পুরনো গিলাফটি ছোট ছোট অংশে বিভক্ত করে বিশেষ সম্মাননার চিহ্ন হিসেবে গুরুত্বপূর্ণ মুসলিম ব্যক্তিদের উপহার দেওয়া হয়।
এই সম্মাননা পাওয়ার পর ড. খালিদ হোসেন সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই উপহারকে ধর্মীয় সম্প্রীতির প্রতীক হিসেবে উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, এই সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে, যা দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও ধর্মীয় বন্ধনকে গভীরতর করবে।