শিরোনাম

ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে রেণু হত্যা, একজনের মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

ছেলেধরা সন্দেহে রাজধানীর বাড্ডায় তাসলিমা বেগম রেণুকে গণপিটুনিতে হত্যার ঘটনায় এক আসামিকে মৃত্যুদণ্ড এবং চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে, দণ্ডিত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে, যা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডে পরিণত হবে। এছাড়া, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় ৭ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মোরশেদ আলমের আদালত এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন ইব্রাহিম, যিনি হৃদয় মোল্লা নামে পরিচিত। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রিয়া বেগম ময়না, আবুল কালাম আজাদ (আজাদ মন্ডল), কামাল হোসেন, এবং আসাদুল ইসলাম।

Krishibid Group Real Estate-ads