শিরোনাম

ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের ভূমিকা সঠিক ছিল না: ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের ভারী অস্ত্র ব্যবহার করা উচিত হয়নি। এতো মানুষের প্রাণহানি হওয়ার কথা ছিল না। আন্দোলনের সময় পুলিশের ভূমিকা যথাযথ ছিল না।

রোববার (৮ ডিসেম্বর) তিনি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার আরও বলেন, গণ মামলায় আর গণ আসামি থাকবে না। যারা মামলা দিয়ে বাণিজ্যে লিপ্ত হয়েছেন, তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হবে। তিনি স্বীকার করেন যে, কিছু পুলিশ সদস্য মামলার নামে বাণিজ্যে জড়িত। এ ধরনের অপকর্মে লিপ্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলাগুলোর তদন্তে যেসব সাংবাদিকের নাম রয়েছে, তাদের তদন্তে নির্দোষ প্রমাণিত হলে মামলার তালিকা থেকে বাদ দেওয়া হবে।

  • ঊষারবাণী
  • ছাত্র-জনতার আন্দোলন
  • ডিএমপি
  • পুলিশ
  •