সারা দেশে আজ থেকে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবার সাশ্রয়ী মূল্যে চাল, ভোজ্যতেল ও মসুর ডাল কিনতে পারবে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) টিসিবির যুগ্ম পরিচালক মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এক কোটি পরিবার সিটি করপোরেশন, জেলা ও উপজেলাগুলোর টিসিবি ডিলারের দোকান বা নির্দিষ্ট স্থায়ী স্থাপনাগুলো থেকে ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ পাঁচ কেজি চাল, ১০০ টাকা লিটার দরে সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল এবং ৬০ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল ক্রয় করতে পারবে।
এতে আরও জানানো হয়, সিটি করপোরেশন, জেলা ও উপজেলা প্রশাসনের সমন্বিত সহযোগিতায় এবং তাদের পরিকল্পনা অনুযায়ী এই বিক্রয় কার্যক্রম পরিচালিত হবে।