বাংলাদেশে বিদেশি বিনিয়োগবান্ধব পরিবেশ নেই, অকপটে এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি রোববার (৫ জানুয়ারি) মন্ত্রণালয়ে সৌদি-বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আয়োজিত সেমিনারে এ কথা জানান।
সেমিনারে সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে কিছু ব্যক্তির স্বার্থের কারণে বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করা হয়। তিনি অভিযোগ করেন, পৃথিবীর অন্যতম বৃহত্তম তেল কোম্পানি আরামকো বাংলাদেশে বিনিয়োগ করার চেষ্টা করলেও তাদের স্বাগত জানানো হয়নি।
রাষ্ট্রদূত আরও বলেন, সৌদি আরব ও বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত বিশেষ এবং কখনও একে অপরের ইস্যু নিয়ে কেউ মন্তব্য করেনি।
অন্যদিকে, অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ জানান, সৌদি কোম্পানি আরামকো এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাংকে বিমাবন্দর থেকে বিতাড়িত করার ঘটনার উদাহরণ তুলে ধরে বলেন, কিছু “ভাল কাজের” দৃষ্টান্ত রেখে যেতে চান তারা।