সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর বেসরকারি পাসধারীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সাময়িকভাবে সাংবাদিকদের প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই পরিস্থিতিতে সরকার সচিবালয়ে অস্থায়ী ও স্বল্পমেয়াদি পাস প্রক্রিয়া চালু করার সিদ্ধান্ত নিয়েছে এবং আবেদন গ্রহণ শুরু হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে প্রবেশ পাস সংক্রান্ত বিশেষ সেল থেকে সিনিয়র সহকারী সচিব এফ এম তৌহিদুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অস্থায়ী পাসের জন্য আবেদনকারীদের যথাযথ কারণ উল্লেখ করে আবেদন করতে হবে। আবেদন জমা দেওয়ার সময় জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সাংবাদিকদের ক্ষেত্রে এক্রিডিটেশন কার্ডের ফটোকপি, নির্ধারিত আবেদন ফরম এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র জমা দিতে হবে।
আবেদন গ্রহণের জন্য ঢাকার ১৫ আব্দুল গণি রোডে অবস্থিত ডিএমপির ক্রাইম কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টারে স্থাপিত বিশেষ বুথে যোগাযোগ করতে হবে। আবেদন জমা দেওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেগুলো যাচাই-বাছাই করে তিন দিনের মধ্যে আবেদনকারীর মোবাইল নম্বরে সিদ্ধান্ত জানাবেন।
এই অস্থায়ী পাসের মেয়াদ হতে পারে ১৫ দিন, ১ মাস বা ৩ মাস।
এর আগে শনিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সচিবালয়ে প্রবেশ পাস বিষয়ক একটি বিশেষ সেল গঠনের ঘোষণা দেয়। জননিরাপত্তা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে জারি করা অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।
সেলটির দায়িত্বে রয়েছেন সিনিয়র সহকারী সচিব এফ এম তৌহিদুল আলম এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মৃত্যুঞ্জয় বাড়ৈ। এই সেল ক্রাইম কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টারে কার্যক্রম পরিচালনা করবে।