বাংলাদেশ সচিবালয়ের সাত নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া। এ ঘটনায় তিনি সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রের অভিযোগ তুলে জড়িতদের কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন,
“বিগত সময়ে হওয়া অর্থলোপাট ও দুর্নীতির বিষয়ে আমরা তদন্ত করছিলাম। কয়েক হাজার কোটি টাকার লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি। তবে এই ষড়যন্ত্রে যে বা যারা জড়িত, তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও জানান, এই মুহূর্তে তিনি নীলফামারিতে অবস্থান করছেন এবং দ্রুত ঢাকায় ফিরে আসবেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পায় তারা। মাত্র দুই মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিকভাবে ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ১১টি ইউনিট যুক্ত হয়, মোট ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
অগ্নিকাণ্ডে সচিবালয়ের ৭ নম্বর ভবনের ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম তলায় আগুন ছড়িয়ে পড়ে। পুরো সচিবালয় এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়।
অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করেছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব এবং এপিবিএন সদস্যরা। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।