শিরোনাম

ঈদের ছুটিতে ঢাকাবাসীর নিরাপত্তায় বিঘ্ন ঘটবে না

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটি থাকলেও নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে বজায় থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র সচিব জানান, বাসমালিক সমিতির নেতাদের সঙ্গে আলোচনা করে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। হাইওয়ে পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে, ফলে ছুটির মধ্যে যারা বাড়ি যাবেন বা বাসা খালি রাখবেন, তারা নিশ্চিন্ত থাকতে পারেন।

তিনি আরও বলেন, পুলিশ বাহিনী সম্পূর্ণ সক্রিয় রয়েছে। তাই ঈদে টানা ছুটি হলেও নিরাপত্তার কোনো সমস্যা হবে না।

অন্যদিকে, রাজধানীর গাবতলীতে র্যাব কন্ট্রোল রুম থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-৪ এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব আলম জানান, যাত্রীদের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি যাত্রীদের সতর্ক করে বলেন, বাসা ছাড়ার আগে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি পথিমধ্যে অপরিচিত কারও দেওয়া খাবার গ্রহণ না করা এবং অচেনা ব্যক্তির সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা এড়িয়ে চলার পরামর্শ দেন।