আজ শনিবার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট( BRRI) ও কৃষিবিদ সীড লিমিটেড হাইব্রিড সীড উৎপাদনে ব্রি উদ্ভাবিত হাইব্রিড ধান নিয়ে কাজ করার লেটার অব এগ্রিমেন্ট (LoA) ব্রি ডিজি কনফারেন্স রুমে ধান গবেষণা ইনস্টিটিউট এর ডিজি মহোদয় এবং কৃষিবিদ সীডের এমডি মহোদয়ের স্বাক্ষর অনুষ্ঠিত হয়। উভয় প্রতিষ্ঠানের সকল পর্যায়ের কর্মকর্তাগন LoA স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।