শিরোনাম

ছাত্র-জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই: প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ ঘন্টা আগে
ছবি : ড. মুহাম্মদ ইউনূস

সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে ছাত্র-জনতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস হলে আয়োজিত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরসূরীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেন।

প্রধান উপদেষ্টা বলেন, “বীর মুক্তিযোদ্ধারাই দেশের শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। মুক্তিযোদ্ধা, শহীদ ও আহতদের পাশাপাশি ছাত্র-জনতার প্রতি আমাদের প্রতিজ্ঞা রয়ে গেছে। তাদের আন্দোলনের ফসল হিসেবে তৈরি হওয়া এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে অনুকরণীয় একটি দেশে পরিণত করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ।”

তিনি আরও বলেন, একটি নতুন দেশের স্বপ্ন বাস্তবায়নে আমাদের দায়িত্ব হলো সবাইকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। পরিবারে মতভেদ বা বাকবিতণ্ডা হতে পারে, তবে আমরা একে অপরকে শত্রু মনে করব না। মতামত বা ধর্মের কারণে কাউকে শত্রু ভাবার সুযোগ নেই। আমরা সবাই সমান। এই সরকার সাম্য ও মানবিকতার ভিত্তিতে একটি উদাহরণ তৈরি করতে দৃঢ়প্রতিজ্ঞ।

ড. ইউনূস উল্লেখ করেন, “বাংলাদেশ এখন বিশ্বমঞ্চে মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে স্বীকৃত। আমরা সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবো। আমাদের পররাষ্ট্রনীতি গড়ে উঠেছে পারস্পরিক সম্মান, আস্থা এবং সহযোগিতার ভিত্তিতে। জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বৈশ্বিক শান্তি ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।”

  • usharbani
  • ঊষারবাণী
  • প্রধান উপদেষ্টা
  •