শিরোনাম

স্কুলছাত্র হত্যার ঘটনায় পুলিশসহ ৭৫ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে

গত ৫ আগস্ট রাষ্ট্র সংস্কারের দাবিতে আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত স্কুলছাত্র ছাবিদ হোসেনের (১৫) পরিবারের দায়ের করা হত্যা মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি গ্রহণ করে আসামিদের শ্রেণিভুক্ত করার নির্দেশ দেন। মামলায় সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক ও এম এ আরাফাতসহ ৭৫ জনকে আসামি করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাকিল আহমেদ মামলাটি দায়ের করেছেন, এবং তার সহকারী হিসেবে কাজ করছেন অ্যাডভোকেট মিল্টন আলী।

এর আগে আদালত মামলাটি গ্রহণ না করে ফেরত দিয়েছিল এবং আইনজীবী সমিতির অনুমতি ছাড়া পুলিশের বিরুদ্ধে মামলা নেয়া যাবে না বলেও জানিয়েছিল।

গত ৫ আগস্ট উত্তরায় ছাত্র আন্দোলনের সময় ছাবিদকে পুলিশের গুলি করে হত্যা করা হয়। তার মরদেহ উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে শনাক্ত করা হয়। ছাবিদ টঙ্গী রেনেসাঁ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

  • usharbani
  • ঊষারবাণী
  •   local-nogod-300-x-250