শিরোনাম

ভারতীয় হাইকমিশনারকে তলব

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ দিন আগে
ছবি : সংগৃহীত

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়ে আলোচনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলবের পর ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সেখানে উপস্থিত হন। রোববার বিকেল ৩টায় তাকে মন্ত্রণালয়ে প্রবেশ করতে দেখা যায়।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, সীমান্তে কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতীয় হাইকমিশনকে বিষয়টি জানানো হবে।

তিনি আরও বলেন, বিজিবি সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয় জনগণ এবং বিজিবির দৃঢ় অবস্থানের কারণে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছে। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় বিজিবি এবং বিএসএফের মধ্যে যোগাযোগ চলছে। একই সঙ্গে, পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিকভাবে দ্রুত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন যে, পূর্ববর্তী সরকারের সময়ে সীমান্তে বেড়া নির্মাণ নিয়ে হওয়া অসম চুক্তিগুলোর বাতিলের জন্য সরকার পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া, আগামী ফেব্রুয়ারিতে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।