দেশের একমাত্র সংগীতভিত্তিক চ্যানেল গানবাংলা টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। বুধবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে এই সম্প্রচার বন্ধের ঘোষণা করা হয়।
বিএসসিএল-এর মহাব্যবস্থাপক শাহ আহমেদুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্যাটেলাইট ফি দীর্ঘদিন ধরে বকেয়া থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিএসসিএল-এর বিক্রয় ও বিপণন বিভাগের মহাব্যবস্থাপক শাহ আহমেদুল কবির বলেন:
“আমরা গানবাংলার কাছ থেকে অনেক টাকা পাই। তাদের বারবার তাগিদ দেওয়া হলেও সঠিক সময়ে তারা ফি পরিশোধ করেনি। মাঝে মাঝে সামান্য টাকা পরিশোধ করলেও চুক্তি অনুযায়ী বকেয়া মেটাতে ব্যর্থ হয়েছে। তাই আপাতত সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তারা যদি বকেয়া পরিশোধ করে, তবে আমরা পুনরায় সম্প্রচার চালু করব।”
তিনি আরও উল্লেখ করেন:
বিএসসিএল-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে: