উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের প্রকোপ বাড়ছে, সঙ্গে দেখা দিচ্ছে ঘন কুয়াশা। গত তিন দিন ধরে এ জেলার তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকলেও আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে আসে ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে।
এর আগে ভোর ৬টায় তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
সকাল থেকেই কুয়াশার মাঝখানে সূর্যের আলো ছড়ালেও কনকনে শীতের অনুভূতি রয়েছে। তবে শীতকে উপেক্ষা করেই খেটে খাওয়া মানুষজন জীবিকার তাগিদে কর্মস্থলে বের হচ্ছেন।
স্থানীয়রা বলছেন, ভোর থেকেই ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। বাইরে কাজ করতে কষ্ট হচ্ছে। তবে জীবিকার প্রয়োজনে শীতের মধ্যেও কাজ চালিয়ে যেতে হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বিষয়টি নিশ্চিত করে জানান, শীতের প্রকোপ দিনে দিনে আরও বাড়বে। গত তিন দিন তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে থাকলেও আজ তা কমে ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। ভোরে তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।