শিরোনাম

পার্বত্য তিন জেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা দিলো প্রশাসন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

দেশের তিন পার্বত্য জেলা—খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটিতে ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অনিবার্য কারণবশত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (৬ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকদের পক্ষ থেকে পর্যটকদেরকে রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়িতে ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

বান্দরবানের জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট শাহ মোজাহিদ উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বান্দরবানে পর্যটকদের ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে। একই ধরনের প্রজ্ঞাপন খাগড়াছড়ি ও রাঙামাটিতেও জারি করা হয়েছে বলে জানিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। তিনি জানান, পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে ভ্রমণের অনুমতি পুনরায় দেওয়া হবে।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও ২০ সেপ্টেম্বর রাঙামাটিতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটে, যেখানে চারজন নিহত ও শতাধিক আহত হন। এরই মধ্যে ১ অক্টোবর খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে হত্যা করা হয়। এই পরিস্থিতির কারণে প্রশাসন পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করে আসছে, যা এবার আনুষ্ঠানিক নিষেধাজ্ঞায় রূপ নিয়েছে।

Krishibid Group Real Estate-ads