শিরোনাম

সরকারি কর্মকর্তাদের যে বার্তা দিলেন উপদেষ্টা আসিফ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে
উপদেষ্টা আসিফ

সরকারি কর্মকর্তাদের জনগণের পাশে থাকার আহ্বান জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ

যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, জনগণের সেবক হিসেবে কাজ করতে নিয়োগ পেয়েছেন তারা। কর্মকর্তারা যেন জনগণের কাছাকাছি থেকে সেবা প্রদান করেন এবং আমলাতন্ত্রের মাধ্যমে জনগণের সাথে দূরত্ব তৈরি না করেন।

বুধবার (১৩ নভেম্বর) টাঙ্গাইলের সন্তোষে আয়োজিত আলোচনা সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা আসিফ এ বার্তা দেন। তিনি বলেন, “আমরা চাই মাঠপর্যায়ের কর্মকর্তারা প্রভুত্বমূলক মনোভাব না রেখে জনগণের জন্য সহজে সেবা দিতে এগিয়ে আসুন। জনগণ যেন কোনো সরকারি কার্যালয়ে এসে হতাশ না হয়।”

দেশের স্টেডিয়ামগুলো নিয়ে তিনি আরও বলেন, “বর্তমানে দেশের বেশিরভাগ স্টেডিয়াম অকেজো অবস্থায় আছে। আমরা এগুলো সংস্কারে উদ্যোগ নিয়েছি এবং বিসিবি থেকে স্টেডিয়ামগুলোর তালিকা সংগ্রহ করা হয়েছে।”

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহফুজ আলম, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি আনোয়ারুল আজীম আখন্দ, প্রখ্যাত কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার এবং ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানু।

  • উপদেষ্টা আসিফ
  • সরকারি কর্মকর্তা
  •