শিরোনাম

উত্তরাঞ্চলে ধীরে ধীরে নামছে পানি, কমেনি দুর্ভোগ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে

উত্তরাঞ্চলের বন্যাকবলিত এলাকাগুলোতে তিস্তার পানি ধীরে ধীরে নেমে যাচ্ছে, তবে এতে দুর্যোগপীড়িত মানুষের দুর্ভোগ কমেনি।

মঙ্গলবার (১ অক্টোবর) রাত থেকে বৃষ্টি না হওয়ায় তিস্তা অববাহিকার লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের চর ও নিম্নাঞ্চল থেকে পানি নেমে গেছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, তিস্তা ব্যারেজ ও কাউনিয়া সেতু পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এর মধ্যেও ভোগান্তি বেড়েছে অনেক।

লালমনিরহাটের নদী তীরবর্তী এলাকাগুলোতে দেখা দিয়েছে ব্যাপক ভাঙন। নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি ও আবাদি জমি।

  • usharbani
  • ঊষারবাণী
  •