৩১ জানুয়ারি ২০২৫ – “দেশ ও জাতি গঠনে নৈতিক শিক্ষার বিকল্প নেই,” বলে মন্তব্য করেছেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল। পলাশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী গ্র্যান্ড এলামনাই ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি নৈতিক শিক্ষার গুরুত্ব নিয়ে আলোকপাত করেন।
মাগুরার কৃতি সন্তান ও কৃষি গবেষণায় অগ্রগামী ড. আলী আফজাল বলেন, “আমাদের দেশে অনেক শিক্ষিত মানুষ থাকলেও আমরা এখনো একটি বৈষম্যহীন সমাজ গড়তে পারিনি। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ তৈরি করতে ব্যর্থ হয়েছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পলাশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ আহমেদ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ড. আলী আফজাল তাঁর বক্তব্যে বলেন, নৈতিক শিক্ষা ছাড়া প্রকৃত অর্থে দেশ গঠন সম্ভব নয়। একজন শিক্ষিত ব্যক্তি তখনই সমাজের জন্য কার্যকর হতে পারেন, যখন তার মধ্যে নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলী থাকবে।
তিনি বলেন, “শিক্ষা কেবল ডিগ্রি অর্জন বা চাকরির জন্য নয়, বরং নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটানোও শিক্ষা ব্যবস্থার অন্যতম দায়িত্ব।”
তিনি আরও বলেন, “আমরা শিক্ষিতদের সমাজে দুর্নীতি, অবিচার ও সামাজিক বৈষম্য দেখছি, যা প্রমাণ করে যে শুধুমাত্র একাডেমিক শিক্ষাই যথেষ্ট নয়; এর সাথে নৈতিক শিক্ষাও জরুরি।”
ড. আলী আফজাল বর্তমান শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষার অন্তর্ভুক্তির দাবি জানিয়ে বলেন, স্কুলগুলোতে অবশ্যই নৈতিক শিক্ষা, নৈতিক বিজ্ঞান ও চরিত্র গঠনের উপর গুরুত্ব দেওয়া উচিত।
তিনি বলেন, “আমরা পরীক্ষার নম্বর, ভালো ক্যারিয়ার আর আর্থিক সাফল্য নিয়ে এতটাই ব্যস্ত যে নৈতিক শিক্ষাকে অবহেলা করছি। অথচ নৈতিকতা ছাড়া এগুলো মূল্যহীন হয়ে পড়ে।”
তিনি জোর দিয়ে বলেন, “আমাদের শিক্ষাব্যবস্থা শুধু পেশাদার মানুষ নয়, বরং সৎ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক তৈরি করবে – এটাই হওয়া উচিত আমাদের মূল লক্ষ্য।”
ড. আলী আফজাল তাঁর বক্তব্যে অভিভাবক, শিক্ষক ও সমাজের দায়িত্ব সম্পর্কেও কথা বলেন।
তিনি বলেন, “নৈতিক শিক্ষা পরিবার থেকে শুরু হয় এবং বিদ্যালয়ে গিয়ে আরও দৃঢ় হয়। যে সমাজ নৈতিকতাকে গুরুত্ব দেয়, সেই সমাজই প্রকৃতপক্ষে উন্নত ও সুসংহত হয়।”
পলাশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী গ্র্যান্ড এলামনাই ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল এক অনন্য মিলনমেলা, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ আহমেদ তাঁর বক্তব্যে বলেন, বিদ্যালয় কেবল জ্ঞান বিতরণ করে না, বরং শিক্ষার্থীদের নৈতিকতাসম্পন্ন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ।
অনুষ্ঠানে মহম্মদপুর উপজেলা সিনিয়র রিপোর্টার মেহেদী হাসান সবুজ উপস্থিত থেকে ড. আলী আফজালের বক্তব্যের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন আলোচনাসভার মাধ্যমে ছাত্র-শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে এক আত্মিক সংযোগ তৈরি হয়।
ড. আলী আফজালের অনুপ্রেরণাদায়ক বক্তব্য উপস্থিত সবার হৃদয়ে গভীর ছাপ ফেলেছে। তিনি মনে করিয়ে দিয়েছেন যে নৈতিক শিক্ষা ছাড়া প্রকৃত শিক্ষা অসম্পূর্ণ।
তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “একজন ভালো ছাত্র হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ হওয়া আরও বেশি জরুরি। কারণ নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ছাড়া কোনো অর্জনই টেকসই নয়।”
পলাশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী অনুষ্ঠান নৈতিক শিক্ষা ও দেশ গঠনের নতুন দিগন্ত উন্মোচনের অঙ্গীকার নিয়ে সমাপ্ত হয়।
No tags found for this post.