শিরোনাম

নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়া ও তারেক রহমানের কোনো আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে থাকা মামলা আপাতত নিষ্পত্তি হওয়ায় তাদের নির্বাচনে অংশগ্রহণে আর কোনো আইনি বাধা নেই। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত একটি ছায়া সংসদে এ কথা জানান অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।


আইনি দিক নিয়ে অ্যাটর্নি জেনারেলের ব্যাখ্যা

অ্যাটর্নি জেনারেল বলেন, “দণ্ডপ্রাপ্ত হলে শেখ হাসিনাসহ দলটির নেতারা আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে আপাতত খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে থাকা সকল মামলার নিষ্পত্তি হয়েছে। এর ফলে তাদের পরবর্তী নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনগত বাধা নেই।”

তিনি আরও বলেন, “কোনো ষড়যন্ত্রই জুলাই বিপ্লবকে থামিয়ে দিতে পারবে না। ষড়যন্ত্রকারীরা যতই শক্তিশালী হোক, এই বিপ্লব ইতিহাসে নিজের জায়গা তৈরি করে নিয়েছে।”


বিচারব্যবস্থার অবিচার নিয়ে মন্তব্য

সাবেক প্রধান বিচারপতির প্রসঙ্গ তুলে অ্যাটর্নি জেনারেল অভিযোগ করেন, “বিচারের নামে অবিচার করেছেন সাবেক প্রধান বিচারপতি। যারা বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট করেছেন এবং অবিচার করেছেন, তাদের বিচার হওয়া উচিত। সঠিক বিচারের মাধ্যমেই বিচারব্যবস্থায় ন্যায্যতা ফেরানো সম্ভব।”


নির্বাচনী অপরাধের শাস্তি নিশ্চিতকরণ

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠিত ছায়া সংসদে, “অতীতের নির্বাচনী অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হলে ভবিষ্যৎ নির্বাচন গ্রহণযোগ্য করা যাবে” শীর্ষক বিষয়ের ওপর বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে ইস্টার্ন ইউনিভার্সিটি ও বাংলাদেশ ইউনিভার্সিটির দল।