বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি সবসময় জাতির স্বার্থে আন্দোলন সংগ্রামে অবিচল থেকেছে এবং কখনো দলীয় স্বার্থে আপস করেনি। বিএনপি জাতির প্রত্যেকটি অর্জনের সঙ্গে জড়িয়ে থাকা একটি গর্বিত দল। দলের সঙ্গে ষড়যন্ত্র বা ছলচাতুরি করে কোনো লাভ হবে না।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় চব্বিশের ছাত্র-জনতার গণআন্দোলনের অংশ হিসেবে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন।
রিজভী বলেন, “সাত নভেম্বর আমাদের জাতীয় গর্বের অংশ। বিএনপি জাতির গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে নিজেদের অবস্থান ধরে রেখেছে। পক্ষান্তরে আওয়ামী লীগ ৭৫ সালের সাত নভেম্বর ও ৯০ সালের গণআন্দোলনের মতো গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিয়ে গর্ব করার কোনো ভিত্তি খুঁজে পায় না।”
তিনি আরও বলেন, “৯০-এর গণআন্দোলনে বিএনপি দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে গেছে, যেখানে আওয়ামী লীগ সেই আন্দোলনের ফসল কুড়িয়েও জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। এমনকি এরশাদকে জাতীয় বেইমান বলে আখ্যায়িত করার পর শেখ হাসিনা ২৪ ঘণ্টার মধ্যে তাঁর দলে যোগ দেন।”
রিজভী অন্তর্বর্তী সরকারের রোডম্যাপকে জনগণের প্রত্যাশার বিপরীত বলে উল্লেখ করেন। তিনি বলেন, “এটি প্রলম্বিত রোডম্যাপ, যা জাতিকে বিভ্রান্ত করছে। জাতীয় নাগরিক কমিটি যেন রাজকীয় দলের রূপ না নেয়। রাষ্ট্র পৃষ্ঠপোষকতায় কোনো দল পরিচালিত হলে সরকারের গ্রহণযোগ্যতা হারাবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—