শিরোনাম

পিলখানা হত্যাকাণ্ড নিয়ে আপাতত কমিটি গঠন সম্ভব হচ্ছে না

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ মাস আগে
ফাইল ছবি

বিডিআর হত্যা মামলায় বিচারাধীন থাকা দুটি মামলার কারণে আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। এ তথ্য রোববার সকালে হাইকোর্টে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ বিষয়টি উপস্থাপন করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সহকারী সচিব মো. মফিজুল ইসলামের সই করা একটি স্মারকে উল্লেখ করা হয় যে, পিলখানা হত্যাকাণ্ড জাতীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই ঘটনায় দায়েরকৃত দুটি মামলা বিচারাধীন থাকায় বর্তমানে অন্য কোনো সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি।

এর আগে, বিডিআর হত্যাকাণ্ডের পুরো ঘটনা তদন্তে কমিশন গঠনের পরিকল্পনা করা হলেও, বর্তমান পরিস্থিতিতে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জন প্রাণ হারান। ওই ঘটনার পর রাজধানীর লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করা হয়।

প্রসঙ্গত, গত ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দাবি তুলে আন্দোলন শুরু করে সরকার। আদালতের কার্যক্রম বিবেচনায় রেখে বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে বলে স্মারকে উল্লেখ করা হয়েছে।

Krishibid Group Real Estate-ads