তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীরা ফের মহাখালী এলাকায় সড়ক অবরোধ করেছেন। তাদের আন্দোলনের ফলে মহাখালীর আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে, যা সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়িয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর তিতুমীর কলেজের সামনে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন, যার ফলে পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়ে কমিশন গঠনের সিদ্ধান্ত এখনো প্রকাশ করা হয়নি, যা তাদের আন্দোলনের মূল কারণ।
এর আগে, সকাল সাড়ে ১১টায় কলেজ প্রাঙ্গণ থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা মহাখালী রেলক্রসিং এলাকায় গিয়ে সড়ক ও রেলপথ অবরোধ করেন। বিকেল ৪টা পর্যন্ত এই অবরোধ চলার পর আন্দোলনকারীরা সাময়িকভাবে অবরোধ প্রত্যাহার করেন।
শিক্ষার্থীদের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করলেও দাবি পূরণের ব্যাপারে সন্তোষজনক কোনো আশ্বাস না পাওয়ায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা আবার সড়কে নামেন।
শিক্ষার্থীদের এ অবরোধের কারণে মহাখালী ও আশপাশের সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এর ফলে অফিস শেষে ঘরে ফেরা মানুষ ও জরুরি পরিষেবা কার্যক্রমে নিয়োজিতদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।