সাজেক এলাকায় দুই আঞ্চলিক দলের সংঘর্ষের ফলে পর্যটকদের নিরাপত্তা ঝুঁকিতে পড়ায় রাঙামাটির জেলা প্রশাসন বুধবার (৪ ডিসেম্বর) সাজেকে পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। বিষয়টি মঙ্গলবার রাতে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
খাগড়াছড়ি জীপগাড়ির লাইনম্যান মো. ইয়াছিন আরাফাত জানান, সকালে খাগড়াছড়ি থেকে প্রায় ২৫-৩০টি গাড়ি সাজেকের উদ্দেশে রওনা দেয়, যার মধ্যে প্রায় ৪০০ জন পর্যটক ছিলেন। তবে নিরাপত্তার কারণে বিকেলে সাজেক থেকে কোনো পর্যটক খাগড়াছড়ি ফিরে আসেনি।
সাজেক রিসোর্ট মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা জানান, মাচালংয়ের ৭ নম্বর ওয়ার্ডের শীপপাড়া এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে, যা সাজেক থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। এই ঘটনার কারণে বিকেলে ১০টি পর্যটকবাহী গাড়ি সাজেক ত্যাগ করতে পারেনি, ফলে প্রায় ৫০০ পর্যটক সেখানে রাত কাটাতে বাধ্য হন।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, সাজেক ও মাচালং এলাকায় সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস এবং প্রসীত গ্রুপের ইপিডিএফের মধ্যে কয়েকদিন ধরে গোলাগুলির ঘটনা ঘটছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানিয়েছেন, পর্যটকদের নিরাপত্তার স্বার্থে বুধবার সাজেকে ভ্রমণে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সাজেকে অবস্থানরত পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থাও করা হয়েছে।