শিরোনাম

শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ দিন আগে
ফাইল ছবি

আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে গুমের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

সোমবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত দুই সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে এই আদেশ দেন। আদেশে ১২ ফেব্রুয়ারির মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে, তাদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও রয়েছেন সাবেক প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

বিচার নিয়ে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এই বিচার গুমের মতো ঘৃণ্য অপরাধ রোধে একটি দৃষ্টান্ত স্থাপন করবে। তিনি আরও জানান, গুমের ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ভাবমূর্তি পুনরুদ্ধার করাও এই প্রক্রিয়ার অন্যতম লক্ষ্য।