জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং চিঠির অনুলিপি গণমাধ্যমে সরবরাহ করেছে।
প্রেস উইং জানিয়েছে, চিঠিতে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করেন এবং ড. ইউনূসের নেতৃত্বে দেশের অগ্রযাত্রার প্রতি জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত করেন।
রোহিঙ্গা সংকট এবং রাখাইনের মানবিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগের সঙ্গে একমত পোষণ করে গুতেরেস লেখেন, ‘রোহিঙ্গাদের আশ্রয়দানকারী দেশ হিসেবে বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সমর্থন জোরদার করতে জাতিসংঘ প্রচেষ্টা চালিয়ে যাবে। একই সঙ্গে, রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে আসিয়ান ও অন্যান্য অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাতিসংঘ।’
তিনি আরও জানান, রাখাইনসহ মিয়ানমারের সংকটপূর্ণ এলাকাগুলোতে মানবিক সহায়তা দ্রুত, নিরাপদ ও টেকসইভাবে পৌঁছানো নিশ্চিত করতে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে সংস্থাটির জরুরি ত্রাণ সমন্বয়কারী এবং মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের আবাসিক ও মানবিক সমন্বয়কারীর মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
আসিয়ান সম্মেলনের প্রসঙ্গ টেনে গুতেরেস বলেন, রোহিঙ্গা ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের এই সম্মেলন নতুন করে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করবে এবং দীর্ঘমেয়াদি সমাধানের পথ সুগম করবে।
এদিকে, আগামী ১৩ মার্চ চার দিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে তার এই সফরে রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
উল্লেখ্য, ড. ইউনূসের আমন্ত্রণপত্র গত ৭ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের কাছে হস্তান্তর করেন অন্তর্বর্তী সরকারের রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যুবিষয়ক বিশেষ দূত ড. খলিলুর রহমান।