শিরোনাম

জুলাই কোটা নিয়ে ছাত্রঅধিকার পরিষদের জরুরি বিবৃতি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে হতাহত পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তি কার্যক্রমে ৫ শতাংশ কোটা নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ সিদ্ধান্তের প্রতিবাদে আজ সোমবার জরুরি সংবাদ সম্মেলন করেছে ছাত্রঅধিকার পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বক্তব্য দেন।

সংবাদ সম্মেলনে ছাত্রঅধিকার পরিষদের সভাপতি বনি আমিন মোল্লা বলেন, জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের জন্য নির্ধারিত এই কোটা ন্যায়সঙ্গত নয়। তিনি উল্লেখ করেন, ২০১৮ সালে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন হয়েছিল, যা ২০২৪ সালে পুনরায় গতি পায়। এরই ধারাবাহিকতায় ৫ আগস্ট সরকার পরিবর্তন ঘটে। কিন্তু সাত মাসের মাথায় সরকার কোটা ব্যবস্থা পুনরায় চালু করে বৈষম্যমূলক নীতি গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে কোনো ধরনের কোটাব্যবস্থা থাকা উচিত নয়। ছাত্র, তরুণ ও সাধারণ জনগণ কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। আমাদের স্পষ্ট বার্তা হলো—দেশের মালিকানা একক কোনো গোষ্ঠীর হাতে নয়, বরং এটি সবার। মুক্তিযুদ্ধ যেমন বৈষম্যমুক্ত রাষ্ট্রের জন্য হয়েছিল, তেমনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানও একই লক্ষ্যেই পরিচালিত হয়েছে। এ আন্দোলনের মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা।