শিরোনাম

অন্তর্বর্তী সরকারের সঙ্গে ২০০ মিলিয়ন ডলারের চুক্তি যুক্তরাষ্ট্রের

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে

অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র ২০০ মিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে বলে জানিয়েছেন ইউএসএইডের প্রতিনিধি অঞ্জলি কর। রবিবার (১৫ সেপ্টেম্বর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য প্রকাশ করেন।

অঞ্জলি কর জানিয়েছেন, বাংলাদেশের উন্নয়নে সহায়তার জন্য যুক্তরাষ্ট্র ২০০ মিলিয়ন ডলারের চুক্তি করেছে অন্তর্বর্তী সরকারের সাথে। রবিবার অর্থমন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও ইউএসএআইডির মধ্যে এই অনুদান সংশোধনী চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই সহায়তা সুশাসন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, সামাজিক, মানবিক এবং অর্থনৈতিক সুযোগ বৃদ্ধির জন্য প্রদান করা হয়েছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, মার্কিন প্রতিনিধিদের সাথে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা এবং অন্যান্য বিষয়েও আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের আর্থিক খাত সংস্কারে সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছে।

এর আগে, মার্কিন প্রতিনিধি দল পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

  • usharbani
  • ঊষারবাণী
  •