শিরোনাম

প্রধান উপদেষ্টাকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

সোমবার (২৩ ডিসেম্বর) স্থানীয় সময় হোয়াইট হাউজের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, জ্যাক সুলিভান বাংলাদেশের নেতৃত্বকে বিশেষভাবে চ্যালেঞ্জিং সময়ে দক্ষতার সঙ্গে পরিচালনার জন্য ড. ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, এই আলোচনায় তারা সকল ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষের মানবাধিকার রক্ষা এবং সম্মান প্রদর্শনের জন্য নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এছাড়া, সুলিভান বাংলাদেশের সমৃদ্ধি, স্থিতিশীলতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থনের কথা পুনরায় জানান। একইসঙ্গে, বাংলাদেশের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।