শিরোনাম

১৮ কোটি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই: সিইসি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে
ছবি : সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশের ১৮ কোটি মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত। এই অধিকার পুনঃপ্রতিষ্ঠায় নির্বাচন কমিশন অঙ্গীকারবদ্ধ।

রোববার (৫ জানুয়ারি) রাজধানীর নির্বাচন কমিশন কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ উপলক্ষে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনকালে সিইসি এসব কথা বলেন।

তিনি বলেন, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে চাই।

২ জানুয়ারি প্রকাশিত ২০২৫ সালের খসড়া ভোটার তালিকায় ১৮ লাখ নতুন ভোটার যোগ হওয়ায় মোট ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জনে।

যেসব ভোটার এখনও তালিকায় যুক্ত হননি, তাদের অন্তর্ভুক্তির জন্য ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন।

সিইসি আরও বলেন, ভোটার তালিকা যতটা নির্ভুল হবে, নির্বাচন ততটাই গ্রহণযোগ্য হবে। তিনি হালনাগাদ কার্যক্রমকে সুষ্ঠু নির্বাচনের ভিত্তি হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠানে উপস্থিত নির্বাচন কমিশনাররাও এই বিষয়ে একমত প্রকাশ করেন।