শিরোনাম

আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন, এর মধ্যেই সংস্কার করতে হবে: প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সীমিত উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, তাই প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করতে হবে।

সোমবার (১৭ মার্চ) মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “আমরা ইতোমধ্যে সাত মাস অতিক্রম করেছি। ডিসেম্বরে নির্বাচন হবে—এটি নিশ্চিত। কাজেই এখনই আমাদের পরিকল্পিত সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।”

তিনি আরও বলেন, “জুলাই মাসের গণ-অভ্যুত্থানের ফলে আমরা একটি বড় সুযোগ পেয়েছি। এটি যেন হারিয়ে না যায়, সেটিই আমাদের লক্ষ্য। আমরা চেষ্টা করবো এবং ভবিষ্যৎ নেতৃত্বও আশা করি এই প্রচেষ্টা অব্যাহত রাখবে। আমাদের এখন সঠিক পথ তৈরি করতে হবে।”

পুলিশের ভূমিকা নিয়ে তিনি বলেন, “আপনারাও সংস্কারের কথা বলেছেন। কারও জন্য অপেক্ষা করে লাভ নেই। আমাদেরকেই কাজটি করে এগিয়ে যেতে হবে। দেশ বদলাতে হলে একক নির্দেশে সম্ভব নয়, বরং সবাইকে টিমওয়ার্কের মাধ্যমে কাজ করতে হবে। বাংলাদেশে যত টিম আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিম হলো পুলিশ।”

ড. ইউনূস আরও বলেন, “আমরা পুলিশ বাহিনীকে অবহেলা করে উন্নত দেশ গড়ে তুলতে পারবো না। তারাই সম্মুখসারির কর্মী, যারা সঠিক পরিবেশ তৈরি করলে উন্নয়নের অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবে এগিয়ে যায়।”

তিনি বলেন, “সরকার যে পরিকল্পনাই গ্রহণ করুক না কেন, তার বাস্তবায়ন মূলত পুলিশের হাত ধরেই হয়। যদিও পুলিশ সরাসরি কাজ সম্পন্ন করে না, তবে তারা যে পরিবেশ সৃষ্টি করে, সেটিই উন্নয়নের জন্য অপরিহার্য।”