প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন রাজনীতিতে জড়াতে চায় না। তারা আইন-কানুন মেনে কাজ করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ তৈরি করতে চায়, যেখানে সবাই অবাধে অংশ নিতে পারবে।
রোববার (১৯ জানুয়ারি) ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের জন্য জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) থেকে ল্যাপটপ, স্ক্যানারসহ বিভিন্ন সরঞ্জাম হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিইসি এ কথা বলেন।
সিইসি বলেন, ইউএনডিপি বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার। ডিসেম্বরে তারা আমার সঙ্গে দেখা করে ভোটার তালিকা হালনাগাদ ও নির্বাচনী প্রক্রিয়ায় সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল। এতো দ্রুত তারা সরঞ্জাম দিয়ে সহায়তা করায় আমি কৃতজ্ঞ। ল্যাপটপ, স্ক্যানার ও ক্যামেরাসহ বিভিন্ন উপকরণ দিয়ে সহায়তা শুরু হলো। আশা করি, ভবিষ্যতেও জাতীয় নির্বাচনসহ সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ায় তাদের সহায়তা অব্যাহত থাকবে। ভোটার তালিকা হালনাগাদের কাজ ২০ তারিখ থেকে শুরু হচ্ছে, এজন্য আজ এসব উপকরণ সরবরাহ করা হয়েছে।
তিনি আরও জানান, জাতীয় নির্বাচনে সহায়তার জন্য ইউএনডিপির নিড অ্যাসেসমেন্ট টিম কাজ করছে। ভোটার তালিকা নিয়ে জনগণের মধ্যে যেকোনো সন্দেহ দূর করার লক্ষ্যে কাজ চলছে। এজন্য হালনাগাদ কার্যক্রম কাল থেকে শুরু হচ্ছে। তিনি বলেন, “আমরা আগামী ছয় মাসের মধ্যে এই কার্যক্রম শেষ করার পরিকল্পনা নিয়েছি। বর্তমানে ভোটার প্রবৃদ্ধির হার ১.৫৫ শতাংশ। হালনাগাদ কার্যক্রমে প্রায় ৬৫ হাজার কর্মী যুক্ত থাকবে। এটি একটি বড় পরিকল্পনা, এবং আমরা সময়মতো এটি সম্পন্ন করার চেষ্টা করছি।”