শিরোনাম

আমরা ডামি নির্বাচনে বিশ্বাসী না : তারেক রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “আগামী নির্বাচন অতীতের চেয়ে অনেক কঠিন হবে। কেউ যদি মনে করেন প্রধান প্রতিপক্ষ নেই বা দুর্বল হয়ে গেছে, তাহলে তা ভুল ধারণা। আমি একশত ভাগ নিশ্চয়তা দিয়ে বলছি, আগামী নির্বাচন চ্যালেঞ্জিং হবে। তাই দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে এবং ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে। সবাই জনগণের সঙ্গে থাকুন, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাসী, কোনো প্রহসনের নির্বাচনে নয়।”

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ প্রাঙ্গণে জেলা বিএনপি আয়োজিত ‘বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি’ বিষয়ক কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

জনগণের সমর্থনে সরকার গঠনের ওপর জোর

তারেক রহমান আরও বলেন, “জনগণের সমর্থন ছাড়া সরকার গঠন সম্ভব নয়। যদি তা করতে ব্যর্থ হই, তাহলে আমরা রাজনীতিতে সফল হতে পারব না। রাজনীতিবিদ হিসেবে সফলতার মাপকাঠি হচ্ছে জনগণের সমর্থন। ৩১ দফার মাধ্যমে আমরা দেশের ভবিষ্যৎ এবং জনগণের কল্যাণের পরিকল্পনা করেছি। এটি বাস্তবায়নের জন্য জনগণের সমর্থন জরুরি।”

দলীয় শৃঙ্খলার ওপর গুরুত্ব

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “দলের স্বার্থের বিরোধী কোনো কাজ কেউ করলে তাকে কঠোরভাবে প্রতিহত করতে হবে। যারা ব্যক্তিগত স্বার্থে দলের ভাবমূর্তি নষ্ট করবে, তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিতে হবে। জনগণের সমর্থনই আমাদের মূল শক্তি। জনগণ আমাদের পাশে না থাকলে আমরা সফল হতে পারব না।”

ষড়যন্ত্রের বিষয়ে হুঁশিয়ারি

তারেক রহমান দাবি করেন, “বিএনপি জনগণের পছন্দের দল, যা অনেক রাজনৈতিক দলের হিংসার কারণ। এ কারণে দেশ-বিদেশে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বিএনপি প্রতিষ্ঠাকাল থেকে ষড়যন্ত্রের শিকার। এসব ষড়যন্ত্র কেবল বিএনপির বিরুদ্ধে নয়, এটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধেও। স্বৈরাচারীদের অনেকে পালিয়েছে, কিন্তু তাদের দোসররা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এমনকি দলের ভেতরেও ষড়যন্ত্রকারীদের এজেন্ট প্রবেশ করানো হয়েছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।”

কর্মশালায় বিশিষ্টদের অংশগ্রহণ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের সঞ্চালনায় আয়োজিত কর্মশালায় প্রধান আলোচক ছিলেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির নেত্রী রেহানা আক্তার রানু, কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এবং সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজাহারুল ইসলাম মান্নান।