শিরোনাম

ওষুধ-ইন্টারনেটসহ ৪ ক্ষেত্রে বাড়তি ভ্যাট প্রত্যাহার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে
ফাইল ছবি

দেশজুড়ে চলমান সমালোচনা ও বিভিন্ন মহলের দাবির মুখে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কয়েকটি খাতের পণ্য ও সেবার ওপর আরোপিত ভ্যাট, সম্পূরক শুল্ক এবং আবগারি শুল্ক পুনঃনির্ধারণ করেছে।

বুধবার এনবিআর এ সংক্রান্ত চারটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ওষুধ, মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা, রেস্তোরাঁ, মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপসহ চারটি খাত থেকে বাড়তি ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।

ওষুধ খাত:
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, দেশের চিকিৎসা সেবাকে আরো সহজলভ্য করতে ওষুধ শিল্পের ওপর বাড়ানো ভ্যাটের হার সম্পূর্ণ বাতিল করা হয়েছে। পূর্বে কার্যকর ২.৪% হারের ভ্যাটই বহাল রাখা হয়েছে।

মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা:
দেশের ডিজিটালাইজেশনের গতিকে অক্ষুণ্ন রাখতে, মোবাইল ফোন সিম ব্যবহার করে প্রদান করা সেবার ওপর আরোপিত সম্পূরক শুল্ক এবং আইএসপি সেবার ওপর নতুন আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হয়েছে।

রেস্তোরাঁ খাত:
তিন, চার এবং পাঁচ তারকা হোটেলের রেস্তোরাঁ ছাড়া অন্যান্য সাধারণ রেস্তোরাঁর বাড়তি ভ্যাট সম্পূর্ণ বাতিল করা হয়েছে। এতে করে সাধারণ রেস্তোরাঁয় খাবারের মূল্য আর বাড়বে না।

মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ:
মোটর গাড়ির গ্যারেজ এবং ওয়ার্কশপের ওপর বাড়তি ভ্যাটও সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।

এনবিআরের এই উদ্যোগকে দেশের বিভিন্ন মহল থেকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে, কারণ এটি সাধারণ জনগণের আর্থিক চাপ কিছুটা লাঘব করবে এবং বিভিন্ন খাতের ব্যবসায়িক কার্যক্রম সহজতর করবে।