বিদ্যুৎ খাতে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিলের জন্য হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৩ নভেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার এম কাইয়ুম জনস্বার্থে এই রিট আবেদনটি দাখিল করেন।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনটির শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে, গত ৬ নভেম্বর বিদ্যুৎ খাতে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল করার জন্য সরকারকে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। নোটিশে ওই আইনজীবী দাবি করেন, চুক্তিগুলো একতরফা এবং অন্যায্য, যা পুনর্বিবেচনা বা সম্পূর্ণ বাতিল করা উচিত।
নোটিশে তিন দিনের মধ্যে আদানির পক্ষ থেকে চুক্তি পুনর্বিবেচনা না করা হলে হাইকোর্টে রিট দায়ের করার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। সময়সীমা অতিক্রম হওয়ার পরই এ রিট আবেদনের বিষয়টি আদালতে উপস্থাপন করা হয়েছে।