শিরোনাম

ইউনূস-মোদির দেখা হচ্ছে এপ্রিলে

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ ঘন্টা আগে
ছবি : সংগৃহীত

থাইল্যান্ডে ৪ এপ্রিল অনুষ্ঠিত হবে বিমসটেক শীর্ষ সম্মেলন

আঞ্চলিক সহযোগিতা সংস্থা বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিকাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক)-এর শীর্ষ সম্মেলন আগামী ৪ এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে। সংস্থার সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা এতে অংশগ্রহণ করবেন বলে সম্মতি জানিয়েছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ঢাকায় বিমসটেক কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানান সংস্থার মহাসচিব ইন্দ্র মণি পান্ডেডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব)-এর সদস্যদের সঙ্গে আলোচনার সময় তিনি এই তথ্য প্রকাশ করেন।

সম্মেলনে শীর্ষ নেতাদের অংশগ্রহণ

বিমসটেক মহাসচিব জানান, সম্মেলনে সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা অংশ নেবেন। তবে সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়টি সদস্য দেশগুলোর পারস্পরিক আলোচনার ভিত্তিতে নির্ধারিত হবে।

ঢাকার কূটনৈতিক সূত্রে জানা গেছে,

  • বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই সম্মেলনে যোগ দেবেন।
  • ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এতে উপস্থিত থাকবেন।
  • সম্মেলনের ফাঁকে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক হবে কিনা, তা এখনো নিশ্চিত নয়।

বিমসটেক ও সার্কের সম্পর্ক

এক প্রশ্নের উত্তরে বিমসটেক মহাসচিব ইন্দ্র মণি পান্ডে বলেন,
“বিমসটেক ও সার্ক উভয়ই আঞ্চলিক সহযোগিতামূলক সংস্থা। এ দুটি সংস্থার মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। একই দেশ একাধিক আঞ্চলিক ফোরামের সদস্য হতে পারে। যেমন, কিছু দেশ সার্ক ও বিমসটেকের সদস্য, আবার কেউ কেউ আসিয়ানের সঙ্গেও যুক্ত। এতে কোনো সমস্যা নেই।”

বিমসটেক সম্মেলনকে ঘিরে আঞ্চলিক কূটনৈতিক অঙ্গনে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। সদস্য দেশগুলোর অংশগ্রহণ ও সম্ভাব্য দ্বিপাক্ষিক বৈঠকগুলোকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।