দেশের ৩৮টি স্থানে সভা-সমাবেশের আয়োজন করতে যাচ্ছে বিএনপি, যেখানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখা এবং দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ বিভিন্ন দাবি তুলে ধরা হবে। এই কর্মসূচি আগামী বুধবার (১২ ফেব্রুয়ারি) শুরু হয়ে রমজানের আগ পর্যন্ত চলবে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, গণতান্ত্রিক উত্তরণের জন্য দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে প্রতিরোধসহ নানা জনদাবি আদায়ের লক্ষ্যে ১২ ফেব্রুয়ারি থেকে সারাদেশের জেলা ও মহানগরে পর্যায়ক্রমে সভা-সমাবেশ অনুষ্ঠিত হবে।”