রাজধানীর মধ্য বাড্ডার গুদারাঘাটে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারিয়েছেন গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধন। রোববার রাত ১২টার পর কাইয়ুম নামক এক সাবেক কমিশনারের বাসার সামনে এ হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সাধনসহ কয়েকজন গুদারাঘাট ৪ নম্বর রোডে একটি চায়ের দোকানে বসে ছিলেন। হঠাৎ দুজন অস্ত্রধারী এসে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। হামলাকারীরা মুখে মাস্ক পরে ছিল। গুলিতে সাধন মাটিতে লুটিয়ে পড়েন। এরপর হামলাকারীরা ফাঁকা গুলি করতে করতে সেখান থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে দলীয় নেতাকর্মী ও স্বজনরা কামরুল আহসান সাধনকে গুরুতর অবস্থায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যান। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, তার বুক, পিঠ এবং ঘাড়ে গুলি লেগেছে।
বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গুদারাঘাটের ৪ নম্বর গলিতে চায়ের দোকানে বসে থাকাকালীন সময়ে সাধনকে গুলি করা হয়। এরপর স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, নিহত সাধন পেশায় একজন ডিশ ব্যবসায়ী ছিলেন এবং গুলশান থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন। হত্যাকাণ্ডে কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে এবং বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।