শিরোনাম

জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠকে যাচ্ছে না বিএনপি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ দিন আগে
ফাইল ছবি

বিএনপি জানিয়ে দিয়েছে, তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরির বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে অংশ নেবে না। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে উপস্থিত হবেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টা থেকে ৭টা পর্যন্ত রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে জুলাই ঘোষণাপত্রের বিস্তারিত, তার জারি সময়সূচি এবং সরকারের ভূমিকা নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে।