বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। বৃহস্পতিবার (২২ মে) বিকেল ৪টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
**বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন**।
তিনি জানান, বিকেল ৪টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিএনপি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ঘিরে গত দুই দিনে একাধিক বৈঠক করেছেন দলটির স্থায়ী কমিটির নেতারা। এসব বৈঠকে দলীয় কৌশল, ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন সমসাময়িক বিষয়ে আলোচনা হয়েছে।
ধারণা করা হচ্ছে, ইশরাক হোসেনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি এবং দলের অবস্থান তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।