শিরোনাম

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান মারা গেছেন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৬টায় রাজধানীর ধানমন্ডির নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।

তার পরিবার ও রাজনৈতিক দলের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে এখনো তার জানাজা ও দাফনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আবদুল্লাহ আল নোমান ১৯৯১ সালে চট্টগ্রামের কোতোয়ালী আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। সে বছর তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। পরে ২০০১ সালের জাতীয় নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

ষাটের দশকের শুরুর দিকে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণের মাধ্যমে তিনি ছাত্র রাজনীতিতে প্রবেশ করেন এবং ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত হন। তিনি মেননপন্থী ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক, বৃহত্তর চট্টগ্রামের সভাপতি এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

ছাত্রজীবন শেষে তিনি মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে শ্রমিক রাজনীতিতে যুক্ত হন। তিনি পূর্ববাংলা শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং গোপনে ভাসানীপন্থী ন্যাপের সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত থাকেন। ১৯৭০ সালে তাকে ন্যাপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।

১৯৭১ সালে তিনি মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। স্বাধীনতার পর তিনি পুনরায় ন্যাপের রাজনীতিতে যুক্ত হন। জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার পর ১৯৮১ সালে তিনি দলটিতে যোগ দেন এবং পরবর্তী সময়ে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।