শিরোনাম

বিএনপিকে যমুনায় ডেকেছেন প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে
ছবি : সংগৃহীত

আগামী ২ জুন বিএনপিকে আলোচনায় অংশ নিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (৩১ মে) রাজধানীতে কৃষকদল আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।

তিনি বলেন, “নির্বাচন নিয়ে যে পক্ষ বিপক্ষে অবস্থান নিচ্ছে, তারা বিএনপি নেতাদের দেশদ্রোহী ও বিদেশি শক্তির প্রতিনিধিরূপে আখ্যায়িত করছে। ১৭ বছর ধরে বিএনপি যে ত্যাগ স্বীকার করে এসেছে, তার বিপরীতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে।”

সালাহউদ্দিন আহমদ বলেন, “ফ্যাসিবাদী কৌশলের মাধ্যমে জাতির মধ্যে বিভক্তি তৈরির চেষ্টা চলছে।”

তিনি জানান, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বিএনপিকে আনুষ্ঠানিকভাবে আলোচনার আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তিনি অভিযোগ করে বলেন, “আলোচনার প্রক্রিয়ায় আনুষ্ঠানিকতা থাকলেও বাস্তব অগ্রগতি কিছুই নেই।”

তিনি আরও বলেন, “সংস্কারের নামে মানুষকে প্রতারিত করা হচ্ছে। জনগণের দাবির প্রতি সম্মান জানিয়ে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজন করা উচিত। ডিসেম্বর পার হওয়ার পর ভোট না হলে তার পক্ষে কোনো যুক্তি থাকলে সরকারকে তা জনসমক্ষে তুলে ধরতে হবে।”