শিরোনাম

হাসিনার নেতৃত্বে পিলখানায় দুইদিন ধরে চলে হত্যাযজ্ঞ: ফখরুল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টদের মাধ্যমে পিলখানায় দু’দিন ধরে নৃশংস হত্যাকাণ্ড চালানো হয়েছিল।

জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সেনাবাহিনীর ইতিহাসে এটি একটি কালো অধ্যায়। সেদিন ষড়যন্ত্রকারীরা পরিকল্পিতভাবে ৫৭ জন দক্ষ ও দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করেছিল, যার মূল লক্ষ্য ছিল দেশের নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করা।

তিনি আরও বলেন, এই দিনটিকে জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই এবং নিহত সেনা সদস্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করি।