শিরোনাম

হাসিনা রাইফেল দিয়ে ইতিহাস পরিবর্তন করতে চেয়েছিলেন: রিজভী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ইতিহাস বিকৃত করার চেষ্টা করেছিলেন, তবে তাতে সফল হননি।

সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আওয়ামী লীগ স্বাধীনতাকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি হিসেবে দেখেছে। স্বাধীনতার পর থেকেই লুটপাট ও অনিয়মের মাধ্যমে দেশকে দুর্ভোগের মধ্যে ফেলেছে। তাদের শাসনামলে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। তবে জিয়াউর রহমানের শাসনামলে মানুষ নিরাপদে ছিল, এমনকি ঘরের দরজা খুলে রেখে ঘুমাতো।

তিনি আরও বলেন, শেখ হাসিনা রায় ও শক্তির মাধ্যমে ইতিহাস বদলানোর চেষ্টা করেছিলেন, কিন্তু ছাত্রসমাজ প্রকৃত সত্য জানতে পেরে জুলাই অভ্যুত্থানে অংশ নেয়। ইতিহাস সাক্ষী, স্বৈরাচার কখনো টিকে থাকতে পারে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দূর থেকে নেতৃত্ব দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করে যাচ্ছেন।

বর্তমান সরকারের সমালোচনা করে রিজভী বলেন, কিছু পণ্যের দাম কমলেও চাল, ডাল ও মুরগির দাম দ্রুত বাড়ছে, যা নিয়ন্ত্রণ করা জরুরি।

সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।