বৃষ্টির তোয়াক্কা না করেই অষ্টম দিনের মতো মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তার সমর্থকরা। এর আগের কয়েকদিন তারা নগর ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন।
বৃহস্পতিবার (২২ মে) সকালে রাজধানীর কাকরাইল মোড় ও মৎস্য ভবন এলাকায় গিয়ে দেখা যায়, কাকরাইল মোড় থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার পথে সড়কের ডান পাশে পুলিশি ব্যারিকেডের সামনে অবস্থান করছেন নেতাকর্মীরা। টানা বৃষ্টি হলেও আন্দোলনে কোনো ভাটা পড়েনি।
আন্দোলনকারী মোসাদ্দেক হোসেন বলেন, “ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব না দেওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে। বৃষ্টি কিংবা ঝড়—কোনো কিছুই আমাদের দাবির পথে বাধা হতে পারবে না।”
পূর্ব ঘোষণা অনুযায়ী, বুধবার সকাল ১০টার মধ্যে মেয়রের দায়িত্ব হস্তান্তরের সিদ্ধান্ত না আসায় নতুন কর্মসূচিতে মাঠে নামেন তারা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
এদিকে, এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সব পর্যায়ের কর্মচারীরা। তারা নগর ভবনের সামনে কর্মবিরতি পালন করছেন। সেই সঙ্গে বন্ধ রেখেছেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য পরিবহন, নাগরিক বিদ্যুৎ সরবরাহসহ সব নাগরিক সেবা।
প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস প্রায় পৌনে দুই লাখ ভোটের ব্যবধানে বিএনপির ইশরাক হোসেনকে পরাজিত করেন।তবে চলতি বছরের ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম ২০২০ সালের নির্বাচন বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা দেন।
রায়ের অনুলিপি পাওয়ার পর ২২ এপ্রিল গেজেট প্রকাশের জন্য আইন মন্ত্রণালয়ের মতামত চায় নির্বাচন কমিশন। এরপর ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।