আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা না গেলে সরকারের প্রতি বিএনপির সমর্থন বজায় রাখা কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, নির্বাচন যত দেরি হবে, ততই ভারত থেকে শেখ হাসিনার ষড়যন্ত্র বাড়বে।
রোববার (৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে তৃণমূল নাগরিক কমিটির এক অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, প্রশাসনে এখনো আওয়ামী লীগের অনুসারীরা রয়ে গেছে। তাদের রেখে ‘অপারেশন ডেভিল হান্ট’ চালিয়ে টোকাই ধরে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়।
তিনি আরও বলেন, ৩২ নম্বরসহ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর প্রসঙ্গে, যদি কোনো বাড়ি থেকে গুম ও হত্যার নির্দেশ দেওয়া হয়ে থাকে, তাহলে সেটি যতই স্মৃতিবিজড়িত হোক না কেন, তা ভাঙা যৌক্তিক হয়েছে।