শিরোনাম

ডিসেম্বরের মধ্যে দেশে নির্বাচন হবে কি না সন্দেহ নুরের

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন আগামী ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে বলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানালেও এ বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

তিনি বলেন, “নির্বাচন আমরা ডিসেম্বরে আশা করছি। প্রধান উপদেষ্টাও বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমি সন্দিহান, সত্যিই নির্বাচন হবে কি না। কারণ, নির্বাচন অনুষ্ঠানের জন্য কিছু লক্ষণ থাকা দরকার—যেমন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও রাজনৈতিক ঐক্যমত্য। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমরা এখনো বিভাজন দেখতে পাচ্ছি।”

রোববার মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি হোটেলে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালয়েশিয়া শাখা আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

নুরুল হক নুর বলেন, “নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে দেশ কবে ভোটের মুখ দেখবে, তা বলা কঠিন। নির্বাচন হলে কেমন হবে, তাও অনিশ্চিত।”

তিনি আরও বলেন, “পরবর্তী সংসদ নির্বাচনে যদি আসন সংখ্যা ৪০০ করা হয়, তাহলে প্রবাসীদের জন্য অন্তত ১০ শতাংশ আসন রাখা উচিত। দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।”

বর্তমান সরকারের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে নুর বলেন, “গত ছয় মাসে দৃশ্যমান কোনো ভালো কাজ করতে পারেনি অন্তর্বর্তী সরকার। মালয়েশিয়ার শ্রমবাজার, বিমান টিকিট, পাসপোর্ট নবায়নসহ বিভিন্ন ক্ষেত্রে আগের সরকারের আমলে গড়ে ওঠা সিন্ডিকেট ভাঙার সুযোগ ছিল। সরকার চাইলে এসব সিন্ডিকেট ভেঙে দৃষ্টান্ত স্থাপন করতে পারত, কিন্তু তারা তা করেনি।”