শিরোনাম

পুলিশের মধ্যে অপরাধীদের বিচার অবশ্যই নিশ্চিত করা হবে: প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ দিন আগে
ফাইল ছবি

পুলিশ বাহিনীতে অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, তাদের ’২৪ এর অভ্যুত্থানের চেতনা ধারণ করে কাজ করতে হবে।

সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়াল মাধ্যমে মাঠ প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। সভায় ঢাকাসহ দেশের সব বিভাগের কমিশনার এবং জেলা প্রশাসকরা নিজ নিজ কার্যালয় থেকে অংশ নেন।

পুলিশ বাহিনীতে সংস্কারের বিষয়ে ড. ইউনূস বলেন, যারা অপরাধী তাদের শাস্তি নিশ্চিত করতে হবে, আর যারা নির্দোষ তারা যেন তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারে। তিনি আরও বলেন, শান্তি ও শৃঙ্খলা আরও উন্নত করতে হবে, যা অতীতের তুলনায় সুন্দর হবে।

প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তাই মাঠ পর্যায়ে চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার ওপর জোর দেন তিনি।

মাঠ প্রশাসনের কার্যক্রমকে অন্তর্বর্তী সরকারের সাফল্যের ভিত্তি হিসেবে উল্লেখ করে ড. ইউনূস বলেন, মাঠ প্রশাসনই প্রকৃত সরকার। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সেবার মান বৃদ্ধিতে জেলা প্রশাসনগুলোর মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা তৈরির আহ্বান জানান তিনি।

এছাড়া, প্রধান উপদেষ্টা বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আরও মনোযোগী হওয়ার নির্দেশ দেন।