শিরোনাম

স্বাধীনতা পুরস্কার বহালই থাকছে জিয়াউর রহমানের

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ দিন আগে
ছবি : সংগৃহীত

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেওয়া স্বাধীনতা পুরস্কার (মরণোত্তর) বহাল থাকছে।

মঙ্গলবার (১১ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৩ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যে স্বাধীনতা পুরস্কার (মরণোত্তর) প্রদান করা হয়েছিল, তা ২০১৬ সালে বাতিল করা হয়। তবে সুপ্রিম কোর্টের রায়ে পুরস্কার বাতিলের কোনো নির্দেশনা না থাকায় এবং মহান মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সরকার ওই বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে।

উল্লেখ্য, ২০০৩ সালে সরকার জিয়াউর রহমানকে স্বাধীনতা পুরস্কার (মরণোত্তর) প্রদান করে।